RG KAR News: 'CBI-এর জন্য রবিবার পর্যন্ত কেন অপেক্ষা করা হচ্ছে?' প্রশ্ন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের
Continues below advertisement
ABP Ananda Live: আরজি করকাণ্ডের তদন্তে এবার পুলিশকে ডেডলাইন দিলেন মুখ্য়মন্ত্রী। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন, রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দায়িত্ব দেওয়া হবে। যদিও, পুলিশি তদন্তে তীব্র অনাস্থা জানিয়ে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, CBI-এর জন্য রবিবার পর্যন্ত কেন অপেক্ষা করা হচ্ছে?
আরও খবর, প্রশ্ন উঠছে, যদি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই পাশবিক অত্য়াচার চালানো সম্ভব না হয়, তাহলে সঞ্জয়ের সঙ্গে, আর কি কেউ ছিল? এই প্রসঙ্গেই উঠে আসছে, 'ভিতরের লোক' থাকার তত্ত্ব। কুণাল ঘোষের পোস্ট করা ভাইরাল অডিওতেও সেই ইঙ্গিত মিলেছে। আজ মুখ্যমন্ত্রী বলেন, যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে পুলিশ।
Continues below advertisement
Tags :
West Bengal News KOlkata News Kolkata Doctor Death Kolkata Rape Murder Case Kolkata Woman Doctor Rape Kolkata Woman Doctor Murder Medical College Protest Protest In West Bengal Kolkata Doctors Death Rg Kar Medical College Protest Kolkata Doctor Protest Updates Kolkata Doctor News