RG Kar News: মালদা মেডিক্যাল কলেজে এবার জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চেই শুরু হল ডাক্তারির পঠনপাঠন

Continues below advertisement

মালদা মেডিক্যাল কলেজে এবার জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চেই শুরু হল ডাক্তারির পঠনপাঠন। মেডিক্যাল কলেজে চলছে কর্মবিরতি। আন্দোলনের জেরে ডাক্তারি পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, ন্যায়বিচারের দাবিতে ৩৫ দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। সময় যত গড়াচ্ছে,
ততই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। হাসপাতালে কর্মবিরতি চললেও, বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক খুলে রোগী পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবার আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে মালদা মেডিক্যাল কলেজে ধর্নামঞ্চেই টোল খুললেন সিনিয়র চিকিৎসকরা। শুক্রবার থেকে হাসপাতালের ট্রমা কেয়ারের সামনেই শুরু হয়েছে অভয়া ক্লাসরুম। প্রতিবাদের পাশাপাশি, চলছে ডাক্তারি পঠনপাঠন। অক্ষিতা হোমরায়, MBBS পড়ুয়া, বলছেন, 'একটু আগে ফাইনাল ইয়ারের পেডিয়াট্রিকসের ক্লাস হল। আমাদের পড়াচ্ছেন যাতে আমরা প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। এই ক্লাসগুলো আমরা কোনও লেকচার থিয়েটারে বা কোনও AC রুমে বসে করছি না, এটা আমাদের প্রতিবাদেরই একটা অংশ।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram