Mamata Banerjee: 'এখন নিয়োগ সম্ভব নয়, আইনি জটিলতা কাটলে নিয়োগ করা হবে', বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live: স্টেট টাস্ক ফোর্সে ২জন রেসিডেন্সিয়াল, ২জন জুনিয়র ডাক্তার প্রতিনিধি থাকুক: মুখ্যমন্ত্রীর। মেয়েদের থেকেও একজন থাকুক: মুখ্যমন্ত্রী। একদিনে সব কিছু হয় না, একটু অপেক্ষা করতে হয়, বললেন মুখ্যমন্ত্রী। যা হবে সংবিধান, আইনের মধ্যে থেকে, বললেন মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব। সরকারের ৫জন, ছাত্রদের ৫জন, টাস্ক ফোর্সে ৫:৫ ফর্মুলা মুখ্যমন্ত্রীর। গ্রিভান্সের কাজটাও টাস্ক ফোর্স দেখবে, জানালেন মুখ্যমন্ত্রী। 'দ্রুত শূন্যপদে নিয়োগ করার চেষ্টা হচ্ছে'। 'এখন নিয়োগ সম্ভব নয়, আইনি জটিলতা কাটলে নিয়োগ করা হবে'। 'পরিষেবার জন্য দায়িত্ব ভুললে চলবে না'। 'কেন্দ্রীয় রেফারেল নিয়ে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, ইমেলে সাজেশনস পাঠান'। 'ডাক্তাররাই রেফার করে, এখানে ডাক্তারদের ভূমিকাই থাকতে হবে'। 'দ্রুত শূন্যপদে নিয়োগ করার চেষ্টা হচ্ছে' এখন নিয়োগ সম্ভব নয়, আইনি জটিলতা কাটলে নিয়োগ করা হবে''পরিষেবার জন্য দায়িত্ব ভুললে চলবে না' 'কেন্দ্রীয় রেফারেল নিয়ে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, ইমেলে সাজেশনস পাঠান'
'ডাক্তাররাই রেফার করে, এখানে ডাক্তারদের ভূমিকাই থাকতে হবে: মুখ্যমন্ত্রী

আরও খবর..

অবশেষে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকের লাইভ স্ট্রিমিং। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭জন জুনিয়র ডাক্তারকেই অনুমতি। নবান্নের বৈঠকে ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, MSVP। বৈঠকে এনআরএসের সুপার, এসএসকেএমের ডিরেক্টর । থ্রেট কালচারের বন্ধে SOP, টাস্ক ফোর্সের দাবি জুনিয়র ডাক্তারদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram