RG Kar News: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান, পুলিশি তৎপরতা তুঙ্গে, পণ্যবাহী যানে 'না' | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে কাল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ। যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কাল কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। অন্যদিকে, কাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে।
আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মতো জঘন্য ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে একটি সংগঠন। তার কয়েক ঘণ্টা আগে থেকেই মূলত দুটি রুট দিয়ে নবান্নের দিকে এগোতে শুরু করবেন আন্দোলনকারীরা। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পাশাপাশি মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চও।