RG Kar News:'অধ্যক্ষ এই ঘটনা সম্পর্কে অসংবেদনশীল', বললেন জাতীয় মহিলা কমিশনার
ABP Ananda Live: 'আর জি কর মেডিক্যালে যা হয়েছে, তার কঠোর নিন্দা করে সরকার। ১২ ঘণ্টার মধ্যে এই ঘটনায় অপরাধী গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রী নিহত চিকিৎসকের বাড়ি গিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। এরপরেও দেখা যাচ্ছে রাজ্যজুড়ে রেসিডেন্ট চিকিৎসকদের আন্দোলনে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। চিকিৎসকদের মর্যাদা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয় সরকার। রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', কর্মবিরতি প্রত্যাহারের আবেদন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের । শরীরজুড়ে অসংখ্য় ক্ষত!! একা সঞ্জয় রায়ের পক্ষে এই নারকীয় অত্য়াচার কার্যত অসম্ভব। আরজি কর হাসপাতালে, নিহত চিকিৎসকের শরীরে অত্য়াচারের ভয়াবহতা দেখে, এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এমনকী, রবিবার কুণাল ঘোষ যে ভাইরাল অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানেও শোনা যাচ্ছে, এটা দু থেকে তিনজনের কাজ হতে পারে! প্রশ্ন উঠছে, যদি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই পাশবিক অত্য়াচার চালানো সম্ভব না হয়, তাহলে সঞ্জয়ের সঙ্গে, আর কি কেউ ছিল? এই প্রসঙ্গেই উঠে আসছে, 'ভিতরের লোক' থাকার তত্ত্ব। কুণাল ঘোষের পোস্ট করা ভাইরাল অডিওতেও সেই ইঙ্গিত মিলেছে। আজ মুখ্যমন্ত্রী বলেন, যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে পুলিশ।