RG Kar News: 'CBI-এর চার্জশিট দেয়নি, এটা ব্যর্থতা', CBI-র ভূমিকা নিয়ে মন্তব্য নিহত চিকিৎসকের বাবার | ABP Ananda LIVE

Continues below advertisement

 ABP Ananda LIVE : CBI-এর চার্জশিট দেওয়া উচিত ছিল, দেয়নি। এটা ব্যর্থতা। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার পর, এভাবেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে মন্তব্য করলেন নিহত চিকিৎসকের মা। অন্যদিকে আর জি কর-কাণ্ডের মামলা ফের পুলিশের হাতেই ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও খবর..

একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ৯০ দিনেও CBI চার্জশিট দিতে না পারায়, আর জি কর হাসাপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা।

চারঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। নাগেরবাজারের মুড়াগাছা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন বছর সাতাশের মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, মাসকয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে মহিলার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।অভিযোগ, তার জেরেই গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক। মহিলার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram