RG Kar News: মধ্যরাতে আরজি করে তাণ্ডব, নার্সদের কাছেই নিরাপত্তা চাইল পুলিশ | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বুধবার রাতে তাণ্ডব আরজি কর হাসপাতালে। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ নার্সিং স্টাফদের। যোগ দেন জুনিয়র ডাক্তাররাও। ক্ষোভে ফুঁসছেন নার্সিং স্টাফরা। সকলের দাবি পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে আমাদের। পুলিশ গিয়ে বাথরুমে লোকানোর জায়গা চেয়েছিলেন বলেও জানিয়েছেন নার্সিং স্টাফরা। তাঁদের অভিযোগ পুলিশের সামনে পুলিশের সাহায্যেই চলেছে এই হামলা। 

মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। জাতীয় পতাকা নিয়ে ‘জাস্টিস চাই’ স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা ঘণ্টাতিনেক ধরে হয়ে উঠেছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ভাঙচুর চলল হাসপাতালের ইমার্জেন্সি, HDU, ENT বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোর। তিনতলায় কব্জা 
সমেত উপড়ে ফেলা হল তদন্তকারী সংস্থার সিল করা দরজা। সিঁড়ি দিয়ে উঠে চারতলার সেমিনার হলেও ভাঙচুর চালানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। আলো নিভিয়ে, চারতলার দরজা ভিতর থেকে বন্ধ করে রক্ষা করা হল সেমিনার হল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অক্সিজেনের পাইপ, ভেন্টিলেটর। ভাঙচুর চলল হাসপাতালের পুলিশ ফাঁড়ি, ব্যারাক, OC-র ঘর, CC ক্যামেরার সার্ভার রুমে। রেফ্রিজারেটর উল্টে মাটিতে পড়ে নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ। পুলিশের গার্ডরেল দিয়েই হাসপাতালের কোলাপসিবল গেট ভাঙল হামলাকারীরা। ভাঙা হল আন্দোলনকারীদের মঞ্চ। ইটের ঘায়ে জখম হন ১৫ জন পুলিশ কর্মী। মাথা ফাটল মানিকতলা থানার OC দেবাশিস দত্তর। হাসপাতালে ভর্তি DC নর্থ অভিষেক গুপ্ত, জানালেন পুলিশ কমিশনার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram