RG Kar Update: থ্রেট কালচারের অভিযোগ, জিজ্ঞাসাবাদ সেরে বেরোতেই আক্রোশের শিকার অভিযুক্তরা | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: থ্রেট কালচার অর্থাৎ হুমকি সংস্কৃতির অভিযোগে তোলপাড় রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ। আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেও রয়েছে থ্রেট কালচারের চরম প্রভাব। এই বিষয়ে মোট ৫২ জনের নামে রয়েছে অভিযোগ। এই প্রসঙ্গে চলছে শুনানি। আজ তৃতীয় দিন ছিল জিজ্ঞাসাবাদের। সাত সদস্যের তদন্তকারী দল ডেকে পাঠান ১২ জনকে। তাদের মধ্যে ৫ জনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। এদিক অভিযুক্তরা জিজ্ঞাসাবাদ সেরে বেরনোর পরই তাদের উপর জুনিয়র ডাক্তারদের একাংশ চড়াও হয় বলে অভিযোগ। আরও অভিযোগ সিআইএসএফ জওয়ানদের সামনেই মারধর করা হয় অভিযুক্তদের কয়েকজনকে। ক্ষোভে, আক্রোশে অভিযুক্তদের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশ ধাওয়া করেন বলেও অভিযোগ। এই প্রসঙ্গে এক জুনিয়র ডাক্তার বলেছেন, আমাদের প্রথম কথা এদের বিরুদ্ধে কেন কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, আমরা রোজ এসে বলছি তাও কলেজের তরফে কেন কোনও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সিবিআই রোজ জিজ্ঞসাবাদের জন্য ডাকছে, এরপরেও মেডিক্যাল কাউন্সিল কেন এদের রেজিস্ট্রেশন বাতিল করছে না, এরা যদি ডাক্তার হয় পরবর্তীতে এরা আপনাদেরই এসে মারবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram