RG Kar News: 'এই বাংলা চালায় সাধারণ মানুষ, মুখ্যসচিব নয়', আক্রমণ রুমেলিকা কুমারের।

RG Kar Update: 'আমি কীভাবে ভাল ডাক্তার হব প্রশ্নটা কিছু ব্যক্তির ইচ্ছের উপর নির্ভর করে না', বললেন রুমেলিকা। আজ অভয়ার ন্যায়বিচারের জন্য, দ্বিতীয় অভয়া যাতে না হয় তার জন্য আন্দোলন হচ্ছে।' বললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার। আর জি করে গণ-কনভেনশন, ফের থ্রেট-কালচারের বিরুদ্ধে সুর চড়ালেন আন্দোলনকারীরা।অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন। আজ দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আজ নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola