RG Kar News: 'সরকারি টাকা নয়ছয় করে, নিজেদের পকেটে ভরার জন্য ৫ জনের র্যাকেট', দাবি সিবিআই-এর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'আর জি কর মেডিক্যালে সরকারি টাকা নয়ছয় করে, নিজেদের পকেটে ভরার জন্য ৫ জনের র্যাকেট' । 'চক্রে ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর ঘনিষ্ঠ চিকিৎসক-নেতা আশিস পাণ্ডে' । 'ছিলেন হাসপাতালের দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ ও সুমন হাজরা' । চক্রে ছিলেন সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলিও । আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ আদালতে রিমান্ড লেটারে দাবি সিবিআই-এর । কেন্দ্রীয় এজেন্সির দাবি, আর জি কর মেডিক্যালে এই র্যাকেট যে দুর্নীতি করেছে, তার ফলে ক্ষতি হয়েছে রাজ্য সরকারেরই
আরও খবর..
এবার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। হবিবপুরে ফাঁকা বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় পরিবারকে মারধর, অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিরও অভিযোগ।
ফের কলকাতায় বেপরোয়া গতির বলি। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হল বছর ২৮-এর যুবকের। মৃত বিশাল ঠাকুর নাকতলার বাসিন্দা। তাঁর সঙ্গীও আহত হন। পুলিশ সূত্রে খবর, আজ ভোর ৪টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়, বাঘাযতীন মোড়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তাঁর সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।