RG Kar News: আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চেস্ট ডিপার্টমেন্টের প্রধানের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চেস্ট ডিপার্টমেন্টের প্রধানের । 'সেমিনার হলের চাবি থাকত নার্সদের কাছে' 'ঘটনার দিন বিকেল ৫টা পর্যন্ত সেমিনার হলে ক্লাস চলেছে' । 'রাত সাড়ে ৮টার পর বন্ধ করে দেওয়া হয় সেমিনার হল' 'ক্লাস হয়ে যাওয়ার পর সেমিনার হল বন্ধ করে দেওয়া হয়' । রাতে সেমিনার হল কে খুলেছে, বলতে পারব না' মন্তব্য চেস্ট ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর
আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল জোকা মেডিক্যালে। কিন্তু সেখানেও ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। মাঝরাস্তায় চূড়ান্ত নাটক, সিবিআই-পুলিশের বচসা।
বিচারের দাবিতে আজও উত্তাল আর জি কর মেডিক্যাল। হাসপাতাল চত্বরেই মিছিল জুনিয়র ডাক্তারদের। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে বিভাগীয় প্রধানকে ঘিরে বিক্ষোভ। পরিবারকে ফোন করে আত্মহত্যার তত্ত্ব দেওয়া হল কেন, প্রশ্ন আন্দোলনকারীদের। ভুল স্বীকার করলেন অরুণাভ দত্ত চৌধুরী।