RG Kar News:আর জি কর কাণ্ডে কাটল না রহস্য, 'কর্মবিরতি চলবে', জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের ১৫ দিন পরেও কাটল না রহস্য । কর্মবিরতি চলবে, জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা । 'দোষীদের আড়ালের চেষ্টা করছে স্বাস্থ্য ভবন' । 'পুলিশের সহযোগিতায় তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে' । 'আততায়ীরা এখনও ঘুরছে হাসপাতালে' । 'কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও আতঙ্ক কাটছে না' । অভিযোগ আর জি কর মেডিক্যালের আন্দোলনরত ডাক্তারদের
আরও খবর...
আর জি করে আর্থিক অনিয়মের মামলার তদন্তে রবিবার সকালে চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা দিল CBI. আরজি করের মধ্যে কফি স্টল রয়েছে চন্দন লৌহের। টালায় তাঁর ফ্ল্য়াটের নীচেই রয়েছে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের জন সংযোগ কার্যালয়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষের সঙ্গে চন্দনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অতীন ঘোষের।
পরপর ৯দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণের পর আজ বেলেঘাটার বাড়ি গিয়ে আর জি কর মে়ডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রায় ১২ ঘণ্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।