RG Kar News: হামলাকারীদের টার্গেট ছিল কি সেই সেমিনার রুম? চেষ্টা হয়েছিল প্রমাণ লোপাটের? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: হামলাকারীদের টার্গেট ছিল কি সেই সেমিনার রুম? চেষ্টা হয়েছিল প্রমাণ লোপাটের? সন্দেহ বাড়িয়ে তিনতলার তালা ভেঙে উপরে ওঠার চেষ্টা গুন্ডাবাহিনীর।
টার্গেট সেমিনার রুম?

মাত্র ৪০ মিনিটের হামলা। আর তাতেই কার্যত ধ্বংসস্তূপ আর জি কর হাসপাতালের এমারজেন্সি বিভাগ এবং আশপাশের আরও কিছু পরিকাঠামো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই হাসপাতালে এখন কোনও রোগীকে আপৎকালীন পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি আর নেই। যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে এই ভাঙাচোরা অবস্থায় এমারজেন্সি পরিষেবা কোনওভাবেই দেওয়া যাবে না বলে জানাচ্ছেন হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীরা।

মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল কলেজ। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হল হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে, প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই কি ময়দানে নামানো হল দুষ্কৃতীদের? শুরুতেই কেন ভাঙচুর আটকাল না পুলিশ?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram