RG Kar News : দীর্ঘ বিতর্ক, সাসপেনশন। নতুন বছরে মুক্তি পাচ্ছে রাজন্যা-প্রান্তিকের ছবি 'আগমনী'
ABP Ananda LIVE : নতুন বছরে মুক্তি পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ডেড রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ও টিএমসিপি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'। আর জি কর কাণ্ডের আবহে এই শর্টফিল্মের মুক্তি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। দল থেকে সাসপেন্ড করা হয়েছিল ২ জনকেই।
এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই প্রেক্ষাপটে এবার নতুন করে রহস্য বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেসে বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়?