RG Kar News: এখন দুয়ারে আমাদের গুন্ডাতন্ত্র,দুয়ারে দুর্নীতি, দুয়ারে ধর্ষণ-খুন এসে পড়েছে:সোহিনী সরকার

ABP Ananda Live: আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ কলকাতা মেডিক্যাল কলেজে আজ গণ কনভেশনের আয়োজন করা হয়েছিল। আর সেই কনভেনশনেই উপস্থিত ছিলেন অভিনেতা জিতু কমল থেকে শুরু করে অভিনেত্রী সোহিনী সরকার, কিঞ্জল নন্দ ও একাধিক অভিনেতা অভিনেত্রীরা। সোহিনী বলছেন, 'আমি কাঁদতে চাই না কারণ কাঁদলেই কেমন যেন শরীর ছেড়ে দিচ্ছে। আমি এই কান্নাটাকে জমিয়ে রাখতে চাই, চেপে রাখতে চাই যাতে এটা অনেক দূর যেতে পারে। আরজি করের সামনে যখন ১৫ তারিখ রাতে গিয়েছিলাম, হঠাৎ কিছু ছেলেমেয়ের সঙ্গে আলাপ হয়ে যায়। অনেকেই বলছেন, সোহিনীদি নবান্ন চলো, এখানে চলো, ওখানে চলো। একটা মেয়ে ভদ্রেশ্বর থেকে এসেছে। বলল, কী করে বাড়ি ফিরব জানি না, কিন্তু বাড়িতে থাকতে পারছি না। মনে হচ্ছে কিছু একটা করতে হবে। তিলোত্তমার জন্য প্রতিবাদ করছি, আবার মনে হচ্ছে, এই দেশে এই রাজ্যেই থাকতে হবে। কাজ করে খেতে হবে। মনের মধ্যে একটা সংশয়, একটা ভয় কাজ করছে।'  এরপরে এই আন্দোলন নিয়ে লেখা একটি পাঠ পড়ে শোনান সোহিনী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola