RG Kar: 'মা-বোনের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব', মন্তব্য অশোকনগরের এক তৃণমূল নেতার

Continues below advertisement

ABP Ananda Live: আক্রমণ করতে গিয়ে শালীনতার সব সীমা ছাড়ালেন অশোকনগরের এক তৃণমূল নেতা! প্রতিবাদীদের হুমকি দিয়ে তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর বললেন, ''মা-বোনের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব!'' যেসব শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন, তাঁদেরও আক্রমণ শানিয়েছেন ওই শাসক নেতা। তীব্র সমালোচনার মুখে পড়ে, ওই নেতাকে মাত্র এক বছরের জন্য় সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু বিরোধীরা বলছে, শুধু দলীয় স্তরে লোকদেখোনা ব্য়বস্থা না নিয়ে, অবিলম্বে গ্রেফতার করা হোক।

আরও খবর, আর জি করকাণ্ডে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। গতকাল, গানে-কবিতায়-স্লোগানেরাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ, আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে, ন'ফুট উঁচু লোহার পাঁচিল তুলে দেয় পুলিশ, ব্য়ারিকেড বাঁধা হয় শিকল দিয়ে। এসব দেখে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, চোদ্দই অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram