RG Kar: আরজি কর কাণ্ডে তিনজন পুলিশের CBI হেফাজতের দাবি শুভেন্দুর, কে, কে আছেন তাঁদের মধ্যে?
ABP Ananda Live: 'কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্ত, ডিসি সেট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং বর্বর সিপি বিনীত গোয়েল এই তিন তিনজনের হেফাজতের দাবি করছি। CBI তাঁদের নিজেদের হেফাজতে নিক', বললনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও খবর, আর জি কর-কাণ্ডের এক মাসের মাথায় ফের 'রাত দখলের ডাক'। ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ১ মাসের মাথায় ৯ সেপ্টেম্বর (সোমবার) সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় শুনানি। এই আবহে শুনানির আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাতে নতুন কর্মসূচির ঘোষণা করা হল। নাম 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ‘বিকল্প মানুষের ইতিবাচক সমন্বয়ক’ মঞ্চ গড়ার ডাক দিলেন ১৪ অগাস্টের রাত দখল কর্মসূচির আহ্বায়করা। কর্মসূচিতে পরামর্শদাতা হিসেবে থাকছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজ, ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা।