RG Kar News: সন্দীপ - 'সঙ্গে' বিস্ময়কর উত্থান, কীভাবে উঠে এল তাঁদের নাম?

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে নেমে হাসপাতালের দুই ভেন্ডর বিপ্লব সিং এবং সুমন হাজরাওকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, হাসপাতালে প্রায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব জিনিস তাঁরাই সরবরাহ করতেন। আর বেআইনিভাবে সেই সুযোগ পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। তদন্তে কীভাবে উঠে এল তাঁদের নাম? 

আরও খবর, দুপুর গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার এক দুপুর। চড়া রোদ, আবার কখনও বৃষ্টি মাথায় নিয়েই ঠাঁই নিজের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে গেলেন জুনিয়র ডাক্তাররা। এ শহর দেখল শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি। রাতভর অবস্থানের মধ্য়েই জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা! উঠে দাঁড়ান ব্য়ারিকেডের অপর প্রান্তে থাকা পুলিশ-কর্মী আধিকারিকরা। শেষপর্যন্ত বাইশ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে পিছু হঠতে বাধ্য হল পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবি থেকে তো এতটুকু নড়চড় হননি। তাহলে তারপরেও ব্যারিকেড সরাতে বাইশ ঘণ্টা লাগল লালবাজারের!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola