RG Kar News: 'বিনীত তুমি লজ্জা করো এবার তুমি গদি ছাড়ো', মন্তব্য জুনিয়র চিকিৎসকদের

ABP Ananda Live: সাংবাদিক বৈঠকে অভিযুক্ত সঞ্জয় রায়কে, পুলিশ কমিশনারের সিভিক ভলেন্টিয়ার না বলা। পুলিশের সামনেই আর জি কর হাসপাতালে তাণ্ডব। এফআইআর ঘিরে প্রশ্ন। একের পর এক ঘটনায়, প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা। যা নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পর্যন্ত ক্ষোভপ্রকাশ করেছে। অনেকেই বলছেন, এসবের কারণেই, নাগরিক সমাজের একাংশ পুলিশকেই দায়ী করছেন। ব্য়াখ্য়া দিতে অবশ্য় মরিয়া চেষ্টা করছে লালবাজার। কিন্তু তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কারণ, সেমিনার হলের যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে, আর পুলিশের তরফে যে দুটি স্টিল ছবি সাংবাদিক বৈঠকে দেখানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওয় থাকা দুজন ব্য়ক্তি, যাদের মধ্য়ে একজন লাল টি শার্ট, আরেকজন বেগুনি টি শার্ট পরে আছেন, তাঁদের পুলিশের ছবিতে দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ছবিগুলো কি ক্রপ করা হয়েছে? লালবাজার অবশ্য় এখনও এ প্রশ্নে নিরুত্তর!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola