RG Kar News: আর জি কর কাণ্ডের ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। ABP Ananda Live
RG Kar News: সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা । চলবে কর্মবিরতি, বিচারের দাবিতে কর্মবিরতির অবস্থানে অনড় । কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় । স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা থেকে ভয়ের রাজনীতি বন্ধের দাবি । সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি । একাধিক দাবিতে কাল ফের জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান । কাল দুপুর ১টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক । দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানের ডাক । 'বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও কোনও কারণ দেখানো হয়নি'। দুর্নীতি থেকে হুমকির অভিযোগ, উত্তরবঙ্গ মেডিক্যালে একাধিক ছাত্রকে বহিষ্কার । আরএমও, ডিন, সহকারি ডিনকে পাঠানো হল ছুটিতে । মেডিক্যাল কলেজ থেকে বহিষ্কার করা হল ৫ ছাত্র-ছাত্রীকে। ১জন ইন্টার্নের রেজিস্ট্রেশন বাতিল, ৩জনের রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ । ধর্ষণের হুমকি, পরীক্ষায় ফেল করানো থেকে তোলাবাজির অভিযোগ । থ্রেট কালচারের অভিযোগে অভীক দে-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ABP Ananda Live