RG Kar News: 'সবুজ চাদরের অস্তিত্ব নেই', দেহ ঢাকা ছিল নীল চাদরে। দাবি কলকাতা পুলিশের।
Continues below advertisement
ABP Ananda Live: কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটা নীল। আমাদের ফটো, ভিডিওগ্রাফি তিনটে তেই চাদরের রং লাল। ইনকোয়েস্টের সময় চাদর নীল ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে চলে যায়, তার মধ্য়েও কিন্তু সেম কালার আছে। অন্য় কোনও কালারের কোনও এভিডেন্স নেই। অন্য় কোনও কালার, আমাদের রেকর্ডে নেই। আমাদের সিজার লিস্টে যেটা, সেটা নীল। সবুজ বা কিছু নয়। যেটা লাল সেটা আলাদা সিজার। আগে পাওয়া গেছে। সবুজের কোনও অস্তিত্ব নেই। যেটা লাল বলছেন, ওটা চাপা দেওয়ার নয়।''
আরও খবর, আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে মর্গে সিবিআই! মর্গ থেকে স্টোর, ৩টি রুমে ভাগ হয়ে রুমে সিবিআই অভিযান। প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগের ভিত্তিতে তদন্তে সিবিআই। ধর্ষণ-খুনের তদন্তেও আর জি কর মেডিক্যালে সিবিআই টিম।
Continues below advertisement
Tags :
Health Minister Viral Audio Doctors Protest CBI Investigation Kolkata Police West Bengal News CALCUTTA HIGH COURT Kolkata Doctor Murder