RG Kar News: রবিবার ফের রাত দখলের ডাক, এবার নতুন প্রতিবাদ কর্মসূচি
ABP Ananda Live: সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার দ্বিতীয় শুনানি। তার আগে রবিবার ফের রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা। নিহত চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের এক মাসের মাথায় এবার রিমঝিমদের নতুন প্রতিবাদ কর্মসূচি, শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর।
আরও খবর, এয়ারপোর্টের কাছে মিলন পল্লির একটি আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটে ইডি-র তল্লাশি সন্দীপের শ্যালিকা অর্পিতা বেরা মানিকতলা ESI হাসপাতালের চিকিৎসক । তাঁর স্বামী প্রীতিন বেরা SSKM-র চিকিৎসক। স্থানীয়দের দাবি, এই আবাসনের আরেকটি ফ্ল্যাটে এসে উঠেছেন সন্দীপের শ্বশুরবাড়ির সদস্যরা । ২ দিন আগে কিছু জিনিসপত্র এখান থেকে সরানো হয়েছে বলে আবাসিকদের দাবি। ক্যানিংয়ে সন্দীপ ঘোষের সাম্রাজ্যের হদিশ! ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামে সন্দীপ ঘোষের বাংলোর খোঁজ। বাড়ির নাম 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। 'নাগরিক সমাজ যদি কোনও আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনওরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দেলন এতে আমরা সহমত। যে বা যাঁরা কোনও কর্মসূচি নেবেন, দয়া করে এই নূন্যতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা দচ্ছে সুপ্রিম কোর্টে । দয়া করে এটা বিবেচনায় রাখবেন। কিন্তু কোনও কোনও রাজনৈতিক শক্তি অরাজনৈতিক মুখোশ পড়ে অরাজকতা তৈরির জন্য যে কর্মসূচি করতে চাইছে আমরা সেই জায়গা থেকে মানুষকে সতর্ক রাখছি', মন্তব্য কুণালের।