ED Raid: দুর্নীতির তদন্তে এবার ED-র স্ক্যানারে সন্দীপ, একযোগে দশ জায়গায় চলে তল্লাশি

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে এবার ED-র স্ক্যানারে সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা, সল্টলেক, হাওড়া, হুগলি থেকে ক্যানিং, একযোগে দশ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি।

আরও খবর, তিনি সিবিআইয়ের জালে, চলছে ম্য়ারাথন জেরা। এরমধ্য়েই ক্য়ানিংয়ে খোঁজ মিলল সন্দীপ ঘোষের আলিশান বাংলোর! ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামের এই বাংলোর
নাম 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। প্রায় দু'বিঘা জমির ওপর এই বাংলোয়,  আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, মাঝে মাঝেই সপরিবারে আসতেন বলে জানিয়েছেন কেয়ার টেকার। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে নিয়ে গতকাল ওই বাংলোয় তল্লাশি চালায় ED। পরিবারের কাছে ভুয়ো আত্মহত্য়ার ফোন আসা থেকে অতি তৎপরতার সঙ্গে পুলিশের মৃতদেহ সৎকার। সেদিন গোটা ঘটনা যিনি খুব কাছ থেকে দেখেছিলেন তিনি, মৃত চিকিৎসকের বিশেষ বন্ধু। এই কঠিন পরিস্থিতির মধ্য়েও, তিনি প্রথমবার ক্য়ামেরার সামনে এসে, এবিপি আনন্দকে জানালেন নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। তাঁর দাবি, আরজিকরের ছাত্র পরিচয় দেওয়া চারজন এসে এও জানতে চেয়েছিল, FIR-এ কী লেখা হয়েছে । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram