RG Kar News: সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের সম্মতিতেই
ABP Ananda Live: সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে মামলা। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে সন্দীপ ঘোষ। আজ শুনানি। সিপি বিনীত গোয়েলের থেকে ফিরেয়ে নেওয়া হোক পুলিশ মেডেল। এবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে আবেদন শুভেন্দুর। অপসারণ চেয়ে হাইকোর্টেও জনস্বার্থ মামলা। সন্দীপের ঘোষের বাড়িতেই মিলল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি ও তদন্ত রিপোর্ট! আর জি করে বেআইনি নিয়োগ ও লাইসেন্সহীন ৩ সংস্থাকেও টেন্ডার। কোর্টে দাবি সিবিআইয়ের। আর জি কর মেডিক্যালে টেন্ডার দুর্নীতিতে এবার সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার আফসারের নাম। বেআইনি ভাবে আফসারের স্ত্রীর সংস্থাকে হাসপাতাল চত্বরে ক্যাফের বরাত। দাবি সিবিআইয়ের। সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের সম্মতিতেই। দেহ উদ্ধারের পরদিন PWD-কে লেখা সন্দীপ ঘোষের চিঠিতে উল্লেখ। সিদ্ধান্ত ছাড়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের উপরেই, দাবি স্বাস্থ্য ভবনের।