RG Kar News: কার নির্দেশে, কী উদ্দেশ্যে আর জি কর মেডিক্যালে গুন্ডামি? কারা ভাঙল আন্দোলনকারীদের মঞ্চ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আরজি কর মেডিক্যালে তাণ্ডব, পুলিশের শীর্ষ কর্তাদের ফোন সিবিআইয়ের। যে স্থানে মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন, সেখানে কি ঢুকতে পেরেছিল দুর্বৃত্তরা ? পুলিশের শীর্ষ কর্তাদের ফোন করে জানতে চায় সিবিআই, খবর সিবিআই সূত্রের। সেমিনারে হলে ঢুকতে পারেনি, জানিয়েছে পুলিশ
মাত্র ৪০ মিনিটের হামলা। আর তাতেই কার্যত ধ্বংসস্তূপ আর জি কর হাসপাতালের এমারজেন্সি বিভাগ এবং আশপাশের আরও কিছু পরিকাঠামো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই হাসপাতালে এখন কোনও রোগীকে আপৎকালীন পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি আর নেই। যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে এই ভাঙাচোরা অবস্থায় এমারজেন্সি পরিষেবা কোনওভাবেই দেওয়া যাবে না বলে জানাচ্ছেন হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীরা।
"আরজি কর মেডিক্যালে যে ছাত্র আন্দোলন চলছিল তাতে আমাদের পরবর্তী কর্মসূচি ছিল, মহিলাদের প্রতিবাদ মিছিল করার। হাতে মোমবাতি ও তেরঙ্গা নিয়ে। আমাদের শ্য়ামবাজারের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূ্র্তে হঠাৎ একদল এসে হামলা করে, ব্যারিকেড ভেঙে দেয়। ধর্নামঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গায় ভাঙচুর চালানো হয়। এর ফলে ধর্নামঞ্চ ভেঙে যায়। বিভিন্ন জায়গায় তছনছ হয়ে যায়। আমরা ছত্রভঙ্গ হয়ে যাই।" মন্তব্য আর জি কর মেডিক্যালের চিকিৎসক অনিকেত মাহাতোর।