RG Kar Protest: 'আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব একটা ফিডব্যাক', প্রতিবাদে যোগ দিয়ে বললেন আবির। ABP Ananda Live

'আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব একটা ফিডব্যাক। যেটা আমাদের বলে দেয় যে সঠিক দিকে এগোচ্ছে', আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পথে অভিনেতা আবির চট্টোপাধ্যায়। সল্টলেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা মিছিল শুরু করেছিলেন। সেই মিছিলে জুড়ে গেলেন সাধারণ মানুষ।

বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলির পরেই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে বিক্ষোভ। কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএমের কর্মী, সমর্থকরা। বিরূপাক্ষ বিশ্বাসকে এই হাসপাতালে যোগ দিতে দেবেন না বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। গতকালই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়। এর পাশাপাশি, বিরূপাক্ষ বিশ্বাসের নতুন পোস্টিংয়ের বিরোধিতা করে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এই স্বাস্থ্য জেলার কোথাও যোগ দিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola