RG Kar Protest: অনশনের ৪দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল সরকার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: অনশনের ৪দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল সরকার। মুখ্যসচিবের আবেদনে সাড়া, স্বাস্থ্য ভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের । আজ রাত পৌনে ৮টায় স্বাস্থ্য ভবনে বৈঠকে আসার আহ্বান। আন্দোলনকারীদের ৮-১০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাক। ধর্মতলায় অনশনকারীদের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠক।

আরও খবর..

জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন, ফের 'অভয়া পরিক্রমায়' বাধা। মিনিডোরে অভয়া পরিক্রমায় বাধা, পুলিশের পা ধরে অনুমতির আবেদন মহিলার। মিনিডোর যেতে বাধা, হেঁটেই অভয়া পরিক্রমার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। পুলিশের বাধা, মিনিডোরের চাবি খুলে নিতেই চাঁদনি চকে তুলকালাম। পুলিশ চাবি কেড়ে নিতেই ঠেলে মিনিডোর ঠেলে এগোনোর চেষ্টা। পুলিশকে ঠেলে সরিয়ে মিনিডোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ষষ্ঠীর দুপুরে চাঁদনি চকে তুলকালাম, বাধা সরিয়ে 'ধর্মতলা চলো'।

আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনায়, CBI-এর প্রথম চার্জশিটে একজনের নাম কেন, সেই প্রশ্ন তুলে বুধবার, CBI অফিস অভিযানের ডাক দিয়েছে ডাক্তার-নার্সদের ৩টি সংগঠন --- সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটি। আজ দুপুর ৩টেয় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। শেষ হবে CBI-এর CGO কমপ্লেক্সের অফিসে গিয়ে।

আর জি কর, কলকাতা মেডিক্যালের পর এবার উত্তরবঙ্গ মেডিক্যালেও গণ-ইস্তফা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গণ-ইস্তফা। উত্তরবঙ্গ মেডিক্যালে গণ-ইস্তফা ৫০ জন সিনিয়র চিকিৎসকের। উত্তরবঙ্গে সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা, জুনিয়রদের প্রতীকী অনশন।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram