RG Kar Protest: জুনিয়র ডাক্তারের পাশে সিনিয়ররাও! কী বললেন অভিজিৎ চৌধুরী? ABP Ananda Live
জুনিয়র ডাক্তারদের পাশে শুধু সাধারণ নাগরিক বা তারকারাই নয়, দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এদিন সকালে আন্দোলনে হাজির হয়েছেন বরিষ্ঠ চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তিনি বলেন, 'আন্দোলনের প্রতি অশ্রদ্ধা। পৈশাচিক ঘটনাটিকে কিছু না হলে চালিয়ে দেওয়ার ঘটনা প্রশাসনের মনে বিরাজ করছে। তারা ভাবছেন সময়ের সঙ্গে এটা আরও ১০টা ঘটনার মতো মিলিয়ে যেতে পারে। কিন্তু রাজ্যের জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা যেভাবে রুখে দাঁড়িয়েছেন। প্রশাসনের ভ্রূকূটিকে অগ্রাহ্য করে আন্দোলন চলছে...বাঁ হাতে একটা কাগজ ছুড়ে ফেলে দিলাম...তোমরা এসো, আমাদের সঙ্গে বসো। এভাবে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে মানুষের মাঝে। এসে বলতে হবে ভুল করেছে...'
রাত পেরিয়ে সকাল, স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা, খুনের মোটিভ সামনে আনা, বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, এই ভাবেই কেটেছে গোটা রাত। সকালেও স্বাস্থ্য ভবনের সামনে চলছে স্লোগান-শাউটিং। গতকাল নবান্ন থেকে মেল করে আলোচনায় বসার প্রস্তাব এসেছিল। মেলের ভাষা ‘অপমানজনক’ বলে দাবি করে, তা প্রস্তাব ফিরিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা আগেই জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।