RG Kar Case: ফের পথে নামল জনতা, রাজ্যের বিভিন্ন জায়গায় রাত ৯টায় ৯ মিনিটের প্রতিবাদ

Continues below advertisement

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস। এখনও অধরা বিচার। কলকাতা থেকে জেলা, ফের পথে নামল জনতা। বিচারের দাবিতে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় রাত ৯টায় হল ৯ মিনিটের প্রতিবাদ।

৯ অগাস্ট থেকে নয় সেপ্টেম্বর। এক মাস পরও আর জি কর-কাণ্ডে বিচার অধরা। রাত নটায় ন-মিনিটের মৌন প্রতিবাদে গর্জে উঠল তিলোত্তমা। কোথাও জ্বলল মশাল, গড়ে উঠল মানব বন্ধন।  

নয় সেপ্টেম্বর, রাত নটা, ৯ মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল তিলোত্তমা। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ভয়াবহ খুনের পর কেটে গেছে এক মাস। এখনও কিনারা হয়নি। সুবিচার চেয়ে ফের প্রতিবাদের গর্জন উঠল রাজপথে। কোথাও আজাদির স্লোগান উঠল, কোথাও জ্বলল মশাল.., কোথাও মানব বন্ধন, কেউ হাঁটলেন জাতীয় পতাকা হাতে, কোথাও গানের সুরে প্রতিবাদের আগুন জ্বলল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram