RG Kar Medical College: আরজি কর মেডিক্যালে ৫১জনের 'নো এন্ট্রি', তালিকায় কারা ?

Continues below advertisement

পড়ুয়া থেকে হাউসস্টাফ-আর জি কর মেডিক্যালে ৫১জনের 'নো এন্ট্রি' । ৫১জনের তালিকায় স্নাতক, স্নাতকোত্তর, হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক--। রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ। বুধবার হাসপাতালের তদন্ত কমিটির সামনে ৫১জনকে হাজিরার নির্দেশ। তার আগে ৫১জনের আর জি কর মেডিক্যালের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ। ৫১জনের বিরুদ্ধে ভয় দেখানো, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ। নির্দোষ প্রমাণে বুধবার তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ।

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলার দ্বিতীয় শুনানিতেও, সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। প্রধান বিচারপতি ময়নাতদন্তে মৃতদেহ পাঠানোর চালান দেখতে চাইলেও, তা দেখাতে পারলেন না রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। শুনানিতে উঠল নিহত চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়া থেকে হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ। পুরো CCTV ফুটেজ CBI-কে দেওয়া হয়েছে বলে রাজ্য় সরকারের আইনজীবী দাবি করলেও, সলিসিটর জেনারেল জানালেন, তাঁরা পেয়েছেন ২৭ মিনিটের ফুটেজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram