RG Kar Protest: এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায় | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live: অনিকেতের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুলস্ত্য আচার্য ও অনুষটুপ মুখোপাধ্যায়। অনশনে অসুস্থ হয়ে ICU-তে ভর্তি ছিলেন। প্রয়োজনে আবার অনশনমঞ্চে ফেরার হুঁশিয়ারি 'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে শুনেছি, কিন্তু তা কতটা ফলপ্রসূ হয়ে জানি না। আমরা গণতান্ত্রিক উপায়ে যে জিবি করি, আশা করছি সেখানে আলোচনা করব, বৈঠক করে আশআ করি কোনও সমাধান সূত্র বেরোবে', বললেন অনুষ্টুপ।

আরও খবর..

মালদার ভুতনিতে শুভেন্দুকে দেখেই 'কালো পতাকা'। গঙ্গার ভাঙন কবলিত এলাকায় যেতেই বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর অভিযোগ। ত্রাণ নিয়ে নাটক, গ্রামবাসীদের বিক্ষোভ, দাবি তৃণমূলের।মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন। জল কমতেই বিধ্বংসী আকার ধারণ করেছে গঙ্গা। শুক্রবার থেকে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে এই এলাকায়। মুহুর্তের মধ্যে গঙ্গা গর্বে তুলে যাচ্ছে  গাছ, চাষের জমি। আতঙ্কে এলাকা থেকে বাড়িঘর খুলে অন্যত্র সরে যাচ্ছেন স্থানীয়রা। গত একমাস ধরে এই এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram