RG Kar News: 'মানুষ যেমন আমাদের পাশে দাঁড়িছিলেন, সেভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াব', কী সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের
'আমরা যা সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। আমরা এটা বিশ্বাস করি, যখন আমরা বোনের বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম। এই অন্যায়ের প্রতিবাদ করে লাখো লাখো সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন। কিছু কিছু সাধারণ মানুষ বন্যার কবলে কষ্ট পাচ্ছেন। সেই জায়গা থেকে সময় এসেছে মানুষ যেমন আমাদের পাশে দাঁড়িছিলেন। সেভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াব। সেই ভাবে আমরা রিলিফ ক্যাম্প করে তাঁদের কাছে যাব। কেউ যেন এই সিদ্ধান্তকে আমাদের দুর্বলতা হিসেবে না দেখে। আমরা আমাদের প্রশ্ন রাজ্য প্রশাসনের কাছে রেখেছিলাম, সেই কিছু উত্তর পেয়েছি। আরও অনেক প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। আমাদের অবস্থান না থাকলেও আন্দোলন বজায় থাকবে। কীভাবে বিচার পেতে হয়, সেই রাস্তা আমরা জানি। যাঁরা বিচার পেতে বাধা দিচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করতে চাই আমরা ঘুমিয়ে পড়িনি', সাংবাদিক বৈঠকে বললেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার।