RG Kar Protest: আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: যারা নেমে এসেছিল অগণিত মোমের আলো হয়ে। ১৪ অগস্টের সেই আশ্চর্য রাতে। রাত দখলের আহ্বান ছড়িয়ে গিয়েছিল মহানগর পেরিয়ে শহরতলি, গ্রামে-গঞ্জে। সঙ্গী হয়েছিলেন পুরুষরাও। তাদেরকে ফের রাত দখলের আহবান করেন জুনিয়র চিকিৎসকরা আরজিকরের হামলার ১ মাসের মাথায় জুনিয়র চিকিৎসকদের এই ডাক। অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাত দখলের ডাক দেওয়া হল স্বাস্থ্য ভবনের সামনে থেকে। ১৪ অগস্টে মহিলাদের রাত দখলের সময় আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও।
আরও খবর..
সল্টলেকে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যাচ্ছেন, তখন হুগলির বলাগড়ে নিজের দোকানে বসেই অভিনব প্রতিবাদ জানাচ্ছে এক চা বিক্রেতা। দোকানে লাগানো পোস্টারে তিনি লিখেছেন, চা খেতে খেতে ভুলে যাবেন না, তিলোত্তমা বিচার পায়নি, আজ ৩৪ দিন। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, ততদিন এই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চা বিক্রেতা জয় ধর।
যারা নেমে এসেছিল অগণিত মোমের আলো হয়ে। ১৪ অগস্টের সেই আশ্চর্য রাতে। রাত দখলের আহ্বান ছড়িয়ে গিয়েছিল মহানগর পেরিয়ে শহরতলি, গ্রামে-গঞ্জে। সঙ্গী হয়েছিলেন পুরুষরাও। তাদেরকে ফের রাত দখলের আহবান করেন জুনিয়র চিকিৎসকরা আরজিকরের হামলার ১ মাসের মাথায় জুনিয়র চিকিৎসকদের এই ডাক। অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাত দখলের ডাক দেওয়া হল স্বাস্থ্য ভবনের সামনে থেকে। ১৪ অগস্টে মহিলাদের রাত দখলের সময় আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও।