RG Kar Protest: 'চারদিকে মহিলাদের আক্রমণ করাটা সহজ হয়ে গিয়েছে', তোপ ঊষসী চক্রবর্তীর। ABP Ananda Live
Continues below advertisement
'আমি বেরিয়ে গিয়েছিলাম, আবার ফিরে এলাম। চারদিকে মহিলাদের আক্রমণ করাটা সহজ হয়ে গিয়েছে। আরজি করের ঘটনায় যদি শাস্তি না হয় তাহলে আমরা কেউ সুরক্ষিত থাকতে পারব না। কারণ যারা হেনস্থাকারী তারা বুঝে যাবে পশ্চিমবঙ্গ তাদের বিচরণক্ষেত্র', দাবি অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর। সবাইকে আন্দোলনে এসে যোগ দেওয়ার আহ্বান তাঁর। যাঁরা পারবেন না, তাঁদেরকে বাড়ি থেকেই সংহতি জানানোর জন্য় ডাক দিয়েছেন তিনি।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মূসচিতেই প্রশ্নের মুখে নারী-সুরক্ষা। ধর্মতলার ধর্নাস্থলের কাছে কয়েক ঘণ্টার মধ্য়ে, দু'বার শ্লীলতাহানির অভিযোগ। ধাওয়া করে এক অভিযুক্তকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে, আরেক অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
Continues below advertisement