RG Kar Protest: আরজি কর কাণ্ডে গণকনভেনশনের ডাক, যোগ দিলেন বহু বিশিষ্ট। ABP Ananda Live

Continues below advertisement

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে প্রতিবাদে মুখর কলকাতা। আজ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ন্যায়বিচারের দাবিতে গণকনভেনশনের ডাক দিয়েছিল জনচেতনা মঞ্চ। সেখানেই উপস্থিত হন সমাজের বহু বিশিষ্ট মানুষ। 

নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য বলেন, 'এই দুর্নীতি এবং এই অবিচারের পরিবর্তন চাই। এই যে পুঞ্জীভূত বছর দশেকের আগুন আমাদের মধ্য়ে রয়েছে। আমরা যে দেখতে পারছি যে প্রভাবশালী অপরাধীদের রাজত্ব চলছে জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, সিন্ডিকেট ছাড়া মানুষ এক পা চলতে পারছে না।' আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার-সহ একাধিক দাবিতে প্রতিবাদ চলছে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি একদিকে যেমন সরব হয়েছেন সিনিয়র ডাক্তাররা, তেমন এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে মুখর হয়েছেন বিদ্বজ্জনরাও। বৃহস্পতিবার নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে গণকনভেনশনের ডাক দিয়েছিল জনচেতনা মঞ্চ। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অপরাজিতা আঢ্য, সুদীপ্তা চক্রবর্তী, সনাতন দিন্দা, দেবদূত ঘোষ, বাদশা মৈত্র, চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও সুবর্ণ গোস্বামীর মতো বিশিষ্টরা। আরজি কর-কাণ্ডে বুধবার মাউথ অরগ্য়ান বাজিয়ে ছবি এঁকে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল সনাতন দিন্দা-সৃজিত মুখোপাধ্য়ায়দের। আর এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন বিদ্বজ্জনেরা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram