RG Kar Protest: আরজি কর কাণ্ডে রাজপথে ফের রাতজাগা কর্মসূচি! ABP Ananda Live
Continues below advertisement
রবিবার ফের রাত জাগা কর্মসূচি। আরজি কর কাণ্ডে ধর্মতলায় অবস্থান কর্মসূচিতে নাগরিক সমাজ, সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে একাধিক তারকা। ভোর ৪টা পর্যন্ত রাস্তায় থেকে অবস্থান কর্মসূচির আহ্বান। প্রশাসনের বেশ কিছু দফতরে চিঠি পাঠানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। প্রশাসনের কারও সঙ্গে কথা বলার দাবি। প্রশাসনের তরফে কেউ এসে কথা না বললে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।
চিকিৎসককে ধর্ষণ-খুনের পর ২২দিন পার। আরজি কর-কাণ্ডে রাজপথে মহামিছিলে তীব্র প্রতিবাদের স্বর। বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের ঢেউ। পা মেলালেন তারকারাও। দোষীদের কঠোর শাস্তির দাবিতে কালো পোশাক পরে রাজপথে রামকৃষ্ণ মিশন, সেন্ট জনস ডায়োসেশান গার্লসের প্রাক্তনীরা। এদিনই আর জি করকাণ্ডের প্রতিবাদে ল্যান্ডডাউন থেকে হাজরা পর্যন্ত মিছিল দক্ষিণ কলকাতার ১০টি স্কুলের প্রাক্তনীদের।
Continues below advertisement