RG Kar Protest: 'সরকারের তরফ থেকে মুখ বন্ধ করে বসে আছে', তোপ সোহিনীর। ABP Ananda Live

Continues below advertisement

রাতভর নাগরিক সমাজের আন্দোলনে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। আরজি কর কাণ্ডে শাস্তির দাবিতে সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে তিনিও। এদিন সোহিনী সরকার বলেন, 'সরকারের তরফ থেকে মুখ বন্ধ করে বসে আছে। শাসক দল বলতে চাইছে তাদের কোনও হাত নেই, সবটাই সিবিআইয়ের হাতে। সব মানুষদের নিরাপত্তার ও সুরক্ষার যে সমস্যা হয়ে রয়েছে তা নিয়ে কোনও কথা হচ্ছে না। আমরা বলেছি ২৪ ঘণ্টা গণ পরিষেবা চালু রাখতে হবে। সুলভ শৌচালয় চালু রাখতে হবে ২৪ ঘণ্টা।' ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়েও সরব সোহিনী সরকার।

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram