RG Kar Protest: 'ভয় যেমন সংক্রামক তেমনই সাহসও সংক্রামক...' হুমকির তীব্র প্রতিবাদ সোহিনীর। ABP Ananda Live
তৃণমূল নেতাদের হুমকির মধ্যেই আজ ফের 'রাত দখল' আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাত দখল, তৃণমূল বিধায়কের হুমকি! 'কোনও ছেলে, কোনও মেয়ে যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে না বেরোয়' দলের নেতা-কর্মীদের ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের ফরমান ঘিরে তোলপাড়। কেউ যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে না বেরোয়, বুথে বুথে তৃণমূল নেতার নির্দেশ! রাত ৯ থেকে রাত ১০টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদের ডাক জুনিয়র ডাক্তারদের।
অভিনেত্রী সোহিনী সরকার বলেন, 'হাস্যকর মনে হচ্ছে। এখনও তাঁরা একের পর এক ভুল করেই যাচ্ছে। অনেকদিন আগেই শুরু করেছে। কিন্তু এখনও থামাচ্ছে। রাস্তায় হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছেন কিন্তু তারপরেও তাঁরা ভয় পাচ্ছে না। তাঁরা নিজেরাই বুঝিয়ে দিচ্ছে তাঁরা কতটা ভয়ঙ্কর...ভয় যেমন সংক্রামক তেমনই সাহসও সংক্রামক।'