RG Kar News: 'এখনও সময় আছে, সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক', মন্তব্য চিকিৎসক অভিজিৎ চৌধুরীর।

Continues below advertisement

RG Kar Protest: '১৪ তারিখে যে ১৬৩ ধারা জারি করেছিল তা বাতিল, হাইকোর্ট খারিজ করে দিয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে দ্রোহ কার্নিভাল এবং সরকারের নাটকের কার্নিভালের মধ্যে কোনও বিরোধ না হয় সেই জন্য আমার পরিষ্কার আদালতের কাছে প্রস্তাবনা ছিল রানি রাসমণি অ্যাভিনিউ থেকে রেড রোড এই যে যাতায়াতের পথ সেখানে পুলিশ ব্যারিকেড করুক কিন্তু আপত্তি নেই। শান্তিপূর্ণ আমরা করতে চাই। আদালত আমাদের প্রস্তাব গ্রহণ করেছে', বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  'এখনও সময় আছে, সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক', মন্তব্য চিকিৎসক অভিজিৎ চৌধুরীর। 'আমরা জানতাম এটা হবে। আমরা সত্যের পক্ষে জিতব এবং যেভাবে আটকান হয়েছে এইভাবে কেউ আটকাতে পারে না। সুপ্রিম কোর্ট আগেই বলেছে শান্তিপূর্ণ আন্দোলন কেউ আটকাতে পারবে না। আজকে পুলিশ দিয়ে গোটা কলকাতা শহরকে মুড়ে আমাদের প্রতিবাদকে আটকাতে পারবেন না ওঁরা', মন্তব্য সিনিয়র চিকিৎসকের। AB Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram