RG Kar Protest : অভয়ার অবিচারের একবছরে শোক-শপথের রাখিবন্ধন ও মিছিলে সামিল একাধিক সংগঠন

ABP Ananda LIVE : দ্রোহের রাখি... আর জি কর-কাণ্ডের বর্ষপূর্তির দিন অভয়া মঞ্চের তরফে পালিত হল দ্রোহের রাখিবন্ধন। পথচলতি মানুষদের পড়ানো হল উই ওয়ান্ট জাস্টিস লেখা রাখি। অভয়ার অবিচারের একবছরে শোক-শপথের রাখিবন্ধন ও মিছিলে সামিল একাধিক সংগঠন

আরও খবর...

পার্কস্ট্রিটে ধুন্ধুমার ! বাধা পেয়ে পথেই বসলেন শুভেন্দু,'মারা হয়েছে নির্যাতিতার মা-বাবাকেও' দাবি

ফের একবার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা। আরজি কর কাণ্ডের এক বছর পর ঠিক ৯ অগাস্টই মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন মৃতা চিকিৎসকের মা-বাবা। সেই মিছিল ঘিরেই ধুন্ধুমার শহর জুড়ে। অভিযানে অভয়ার মা-বাবা , পরিবার ছাড়াও রয়েছেন সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকরা। দলীয় পতাকা ছাড়াই যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।অভিযানে অভয়ার মা-বাবা , পরিবার ছাড়াও রয়েছেন সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকরা। দলীয় পতাকা ছাড়াই যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola