RG Kar Protest: 'এত ঔদ্ধত্য ভাল নয়...' লাভলি মৈত্রর মন্তব্যের তীব্র বিরোধিতা শ্রীলেখার। ABP Ananda Live
লাভলি মৈত্রের বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। 'এত ঔদ্ধত্য ভাল নয়, বেশি উঠলে কান ধরে নামিয়ে রাখ, সে যে দলই হোক না কেন..', যাদবপুরে কেপিসি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের মিছিলে যোগ দিয়ে তোপ তাঁর।
কাল সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার শুনানি হচ্ছে না। সুপ্রিমকোর্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না। আর, এই খবর পেয়েই ভেঙে পড়ে নিহত চিকিৎসকের পরিবার।
আর জি কর-কাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই অপসারিত কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়। নতুন অধ্যক্ষ হলেন হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মণিদীপ পাল। প্রাক্তন অধ্যক্ষের দাবি, মেডিক্যাল শিক্ষা-চিকিৎসার নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের যোগ্যতামান না থাকায় তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়কে ২০২৩-এর ৩০ জানুয়ারি, কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষের দায়িত্বভার দেওয়া হয়। চলতি বছরের ৩১ মে, তাঁকে অধ্যক্ষ পদে অযোগ্য বলে সুপারিশ করে মেডিক্যাল শিক্ষা-চিকিৎসার নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন। তার ভিত্তিতেই এই অপসারণ।
কিন্তু NMC-র নির্দেশ মানতে ৩ মাসেরও বেশি সময় লাগল কেন? প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে।