RG Kar Protest: 'লাল-মুখোশধারীরাই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলছে', আক্রমণ TMC নেতা, দেবু টুডুর।
RG Kar News: আর জি কর-কাণ্ডে ফের শাসকের নিশানায় প্রতিবাদীরা। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান নিয়ে কটাক্ষ তৃণমূল নেতার। সিপিএমকেও নিশানা পূঃ বর্ধমানের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর। 'বাংলায় আবার 'উই ওয়ান্ট জাস্টিস' কী? ইংরেজরা চলে এলো নাকি'। 'লাল-মুখোশধারীরাই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলছে'। আক্রমণ তৃণমূল নেতা, পূঃ বর্ধমানের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর।
আরও খবর, দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। জুনিয়র ডাক্তারদের ডেডলাইনের মধ্যেই হাজির মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা মুখ্যমন্ত্রীর। অনশন তোলার অনুরোধ, সোমবার নবান্নে বৈঠকের ডাক। ১০ দফা দাবিতে এখনও অনড় অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার যাচ্ছেন নবান্নের বৈঠকে। স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সরাসরি খারিজ করে অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর। হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ জুনিয়র ডাক্তাররা। অনশনমঞ্চে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা মুখ্যমন্ত্রীর। ৩-৪ মাসে মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের আশ্বাস। সপাতালের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সিভিক ভলান্টিয়ারে আপত্তি। সরানোর কাজ চলছে, মামলার জন্য পুলিশে নিয়োগ আটকে, দাবি মুখ্যমন্ত্রীর।