RG Kar Protest: সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শনিবার পথে নামল বিভিন্ন ডাক্তারদের সংগঠন | ABP Ananda LIVE

 ABP Ananda LIVE : সন্দীপ-অভিজিতের জামিন, বিচারের দাবিতে ফের পথে অভয়ার পরিবার। সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে জুনিয়র ডাক্তাররা। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান, পথে নামল অভয়ার পরিবার। রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী অভয়া মঞ্চের ডাকে গণ জমায়েত। প্রতিবাদে কলেজস্ট্রিট মোড় থেকে মিছিল SFI এর।

 আরও খবর...

একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ৯০ দিনেও CBI চার্জশিট দিতে না পারায়, আর জি কর হাসাপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা।

চারঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। নাগেরবাজারের মুড়াগাছা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন বছর সাতাশের মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, মাসকয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে মহিলার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।অভিযোগ, তার জেরেই গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক। মহিলার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola