RG Kar Student Death: মুখ্য়মন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরও নিজেদের অবস্থানে অনঢ় জুনিয়ার ডাক্তাররা
ABP Ananda Live: 'কারও বিরুদ্ধে এফআইআর করলে, তাঁর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে'। 'আমি চাই না কারও ভবিষ্যৎ নষ্ট হোক'। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। 'গরিব মানুষ কোথায় যাবে? আপনারা কাজে যোগ দিন'।'সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে অনুরোধ করেছে'। টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
যাঁরা ধর্ষণ-খুনের ঘটনা ধামাচাপা দিতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নিন, পাল্টা দাবি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের।
আর জি কর-কাণ্ডে সরব রাষ্ট্রপতি ।'আর জি কর মেডিক্যালে যা ঘটেছে, তাতে আমি হতাশ এবং আতঙ্কিত'। 'ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে'। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য রাষ্ট্রপতির। 'অনেক হয়েছে, মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয়'। 'নির্ভয়াকাণ্ডের পর ১২ বছর অতিক্রান্ত, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে'। 'অগণিত ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু সমাজের এই বিস্মৃতি অত্যন্ত আপত্তিকর'। 'কোনও সভ্য সমাজ মা-বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না'। মহিলাদের ওপর অনেক নির্যাতন হয়েছে, আর বরদাস্ত নয়: রাষ্ট্রপতি। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।