Kolkata News: ভাইরাল অডিও ক্লিপে কালীঘাটে ভাঙচুরের ডাক, গ্রেফতার ৩! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ভাইরাল অডিও ক্লিপে কালীঘাটে ভাঙচুরের ডাক, গ্রেফতার ৩। নবান্ন অভিযানের দিন ভাইরাল অডিও, বাঁশদ্রোণী থেকে গ্রেফতার ৩। সংগঠিত অপরাধের ছক ছিল, দাবি পুলিশের। গ্রেফতার ৩, আর কে বা কারা জড়িত, তদন্তে পুলিশ।

এবিপি আনন্দের স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত-সহ একাধিক ধারায় FIR। সায়ন লাহিড়ির বিরুদ্ধে ময়দান, হেস্টিংস থানার জোড়া FIR। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। 

'পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশের চেয়েও খারাপ হবে'। 'কলকাতা-রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে'। যা অত্যাচার করেছেন, তার ফল পেতে হবে: শুভেন্দু অধিকারী। আইনি লড়াই করে সায়ন লাহিড়িকে বের করব: শুভেন্দু অধিকারী। 'আশাকরি কোর্ট শাসকের এই প্রতিহিংসার রাজনীতির বিচার করবে'। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে: শুভেন্দু অধিকারী

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram