RG Kar Student Death: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ABP Ananda Live: আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক মৃত্যুর (RG Kar Hospital Doctor Death) প্রতিবাদ জানাতে বুধবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল বঙ্গ বিজেপির (BJP) মহিলা মোর্চার তরফে। আর সেই মিছিলকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল হাসপাতালের সামনে। একদিকে গেরুয়া শিবিরে নেতা-কর্মী ও অন্যদিকে হাসপাতালের মধ্যে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে প্রবল ধস্তাধস্তি লেগে যায়। মাঝখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ দু-পক্ষকে থামানোর চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। কোনও রাজনৈতিক দলকেই হাসপাতালের ভেতরে ঢুকতে দিতে নারাজ বিক্ষোভকারী চিকিৎসদের অনঢ মনোভাব জয়ী শেষ পর্যন্ত। হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ছেড়ে দেন বিজেপি কর্মীরা।
আরজি কর হাসপাতালে ঘটা ঘটনার তীব্র নিন্দা করে এপ্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এখনই এই রাজ্যে ৩৫৬ ধারা জারি করে এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়া হোক।"