RG Kar Student Death: নবান্ন অভিযান কর্মসূচি অরাজনৈতিক দাবি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: নবান্ন অভিযান কর্মসূচি অরাজনৈতিক বলে দাবি করছে, আহ্বায়ক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তবে, এই নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন করেছে বিজেপি।তবে, এই আন্দোলনের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এদিকে, নবান্ন অভিযানের নামে উস্কানি দেওয়ার অভিযোগে, ঘাটালের ২ বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। 

পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ এতটা লেখাপড়া বিবর্জিত হয়ে যায়নি যে UGC NET পরীক্ষার দিন এরকম কোনও কর্মসূচির আহ্বান দেবে। গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা নামছে। জাস্টিশ ফর আর জি কর, জাস্টিশ ফর তিলোত্তমা-এই স্লোগানকে সামনে রেখে। তার মধ্যে কিছু মুখোশধারীরা এই আন্দোলনটাকে পিছিয়ে দেওয়ার, এই আন্দোলনটাকে স্তিমিত করে দেওয়ার চেষ্টা করছে বলে আমারা আশঙ্কা করছি। সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনও মুখোশধারীরা যাতে এই আন্দোলনকে দমিয়ে দিতে না পারে। কারা আছে, কোন নেতারা আগামীকালের এই কর্মসূচি নিয়ে খুব লাফালাফি করছে বোঝা যাচ্ছে। এর মধ্যে তো একটা বিজেপি বিজেপি দুর্গন্ধ পাচ্ছি আমরা। আমাদের প্রশ্ন একটাই মুখোশের আড়ালে গিয়ে এইগুলো করছ কেন? পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ, এই ছাত্রসমাজকে কালিমালিপ্ত করছ কেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram