RG Kar Update: রহস্য লুকিয়ে টালা থানার সিসি ফুটেজেই? ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই

Continues below advertisement

ABP Ananda Live: টালা থানাতেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাটে ভুয়ো নথি তৈরির ছক? রিমান্ড লেটারে বিস্ফোরক সিবিআই। সন্দীপ-অভিজিতের জেল চেয়ে মুখ বন্ধ খামে রিপোর্ট। রহস্য লুকিয়ে টালা থানার সিসি ফুটেজেই? ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই। এখনই তদন্ত শেষ হবে, হাতে নেই এমন জাদুকাঠি। কোর্টে সওয়াল। সাক্ষী হিসেবে ডেকে গ্রেফতার। নতুন কোনও অভিযোগ পায়নি সিবিআই। জামিন চেয়ে সওয়াল টালা থানার ধৃত ওসির। বৃহত্তর চক্রান্তের তত্ত্ব খারিজ সন্দীপের। কার চাপে তড়িঘড়ি ময়নাতদম্ত? ফের সিজিও-তে অটোপসি সার্জেন। পরপর ৪ দিন জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের কাছে নথি জমা দিলেন আর জি করের মর্গ কর্মী। হুমকির সংস্কৃতির অভিযোগে একের পর এক মেডিক্যাল কলেজে তোলপাড়।বিস্ফোরক চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস। কেষ্ট গড়ে ফিরতে দেখা পেতে নেতাদের ভিড়। কোথায় কাজল? হোর্ডিং-বিতর্কে মুখ খুলেই তীব্র ক্ষোভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram