RG Kar Update: নবান্নের বৈঠকে ১০ জন জুনিয়র ডাক্তারদের ডাক দিয়ে ফের মুখ্যসচিবের ইমেল

Continues below advertisement

ABP Ananda Live: নবান্নের বৈঠকে ১০ জন জুনিয়র ডাক্তারদের ডাক মুখ্যসচিবের। বৈঠকের কথা জানিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের । সোমবার বিকেল পাঁচটায় নবান্নের সভাঘরে বৈঠক।

শর্ত' বেঁধে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের। 'অনশন প্রত্যাহার করে আলোচনায় বসতে হবে'। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের 'শর্ত'। 'সোমবার বিকেল ৫টায় বৈঠক, আসতে হবে বিকেল সাড়ে ৪টায়'। 'বৈঠক হবে ৪৫ মিনিটের, ১০ জন জুনিয়র ডাক্তার যোগ দিতে পারবেন'। কতক্ষণের বৈঠক, তাও নির্দিষ্ট করে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের কড়া বার্তা সরকারের।

পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে আটকের নিন্দা করেনি পুর কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের তরফে দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি। এবার কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা চিকিৎসকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram