RG Kar Update: 'মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না', মন্তব্য মমতার
Continues below advertisement
ABP Ananda Live: অনেক অসম্মান করা হয়েছে। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। ভেস্তে গেল নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার। ২ ঘণ্টার বেশি ঠাঁই বসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা।
আরও খবর, মমতা বলেন, "টেলিকাস্টের ব্যাপারে ওপেন মাইন্ডেড আমরা। কিন্তু বিচারাধীন বিষয়ে কিছু জিনিস মাথায় রাখতে হয়। সুপ্রিম কোর্টের মামলা নিয়ে যদি আমার হঠাৎ করে টেলিকাস্ট করি, কেউ যদি হঠাৎ কোনও মন্তব্য করেন, যা আগে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে দেখা গিয়েছে...তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? আমাদের অফিসারদের কি দায়বদ্ধতা থাকবে না? আমরা এমন কিছু করতে চাইনি, যাতে অচলাবস্থা দূর না হয়।"
Continues below advertisement
Tags :
Nabanna Junior Doctors Junior Doctors Protest MAMATA BANERJEE Kolkata Doctors Protest Kolkata Doctor Protest Kolkata Doctor Case Kolkata Junior Doctors Protest Political Tensions Rise In Bengal Junior Doctors Protest Live R G Kar